Home / অন্যান্য / টাঙ্গাইলে ভূয়াপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মের দুর্গোৎসব

টাঙ্গাইলে ভূয়াপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মের দুর্গোৎসব

খায়রুল খন্দকার, ভূঞাপুর প্রতিনিধি :

প্রতিবছরের মতো এবারও ভূঞাপুর উপজেলা হিন্দু সম্প্রদায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দুর্গোৎসবের আয়োজন করেছিল ।
আজ মঙ্গলবার বিকেল (৮ অক্টোবর ) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়। গতকাল সোমবার দুর্গা-বন্দনায় দেশের পূজামণ্ডপগুলোয় ছিল ভক্তদের ঢল। তবে নবমী থেকেই তাদের চোখেমুখে ছিল বিষাদের কালো ছায়া। কারণ, বিদায় দিতে হবে আজ তাদের মাকে। বিভিন্ন স্থানে পূজা মণ্ডপগুলোয় অনুষ্ঠিত হয় দেবীর মহানবমী পূজা।
দিনভর দেবীর আশীর্বাদ নিতে নারী-পুরুষ, শিশু-কিশোর সব বয়সের ভক্তরা  মনে প্রাণে প্রার্থনা করে।প্রতিটি মণ্ডপেই চলে পুষ্পাঞ্জলি ।
 বিদায়বেলায়ও চলেছে ঢাক আর শঙ্খধ্বনি, টানা মন্ত্র পাঠ, উলুধ্বনি, অঞ্জলি, ঢাকের বাজনার সঙ্গে চলে বিভিন্ন ধরনের নৃত্য।সন্ধ্যার পরেই যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।বিকাল ৪ টার সময় শুধু হয় বিজয়া শোভাযাত্রা।সনাতন ধর্মের বিশ্বাস ও পঞ্জিকা মতে , ঘোড়ায় চড়ে এসেছিলেন দেবী এবংঘোড়ায় চড়েই চলে গেলেন । ভূঞাপুর পূজা উদযাপন কমিটির তথ্য অনুযায়ী, ভূঞাপুর উপজেলায় এবার মোট ৩৪
টি স্থায়ী-অস্থায়ী মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

About BD LIVE TV LTD

Check Also

ভালুকায় এন,ডি,ই স্টিল মিলের বিরুদ্ধে বিনা নোটিশে শ্রমিক ছাটায়ের অভিযোগ।

সুমন খান থানা প্রতিনিধি ভালুকা,ময়মনসিংহ। ময়মনসিহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও, গতিয়ার বাজার সংলগ্ন এন,ডি,ই স্টিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *