
বিডি লাইভ টিভি ডট নেট-
বরিশাল জেলার গৌরনদী উপজেলার প্রতিনিধি
অমৃত লাল সুতার
‘জয় গুরু ‘ সদ্গুরু পরিব্রাজকাচার্য শ্রী ১০৮ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রবর্ওিত বরিশাল গৌরনদীতে বিভাগীয় ভক্ত সম্মিলন -১৪২৭, ৭ম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত। আজ ২৫/০২/২০২১ইং বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ র্যালীর মধ্যে দিয়ে তিন দিনের অনুষ্ঠানের সন্ধ্যা ৬.৩০ টায় অধিবাস শুরু হয়।
শ্রী শ্রী নিগামানন্দ সারস্বত আশ্রম-বাটাজোর, গৌরনদী, বরিশাল জেলার ভক্ত সম্মিলন ২৫,২৬,২৭ এই তিন দিন হবে অনুষ্ঠান।
হিন্দু সম্প্রদায়ের ভক্ত বিন্দু সদ্ গুরু ধরে জীবনের আলোর পথে চলতেই সদ্ গুরু সংঘ ধরে থাকেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাটাজোর সারস্বত আশ্রমের সভাপতি বাবু পুলিন বিশ্বাস, এছাড়া ও উপস্থিত ছিলেন নাটোর জেলার,সারস্বত আশ্রমের ভক্ত বিন্দু, পিরোজপুর, বরিশাল সহ অন্যান্য ভক্ত বিন্দু ও বিভিন্ন আশ্রমের মহারাজ প্রমুখ।