
মো:-সোহেল রানা সোহান
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরমাদার গ্রামের মোবাইল সার্ভিসিং এবং কম্পিউটারের দোকান এর পাশাপাশি দেশি কবুতরের খামার করে সফলতা পেয়েছেন এক তরুণ যুবক
চরআমখাওয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরমাদার গ্রামের বাসিন্দা মো:- তাজিরুল ইসলাম পিতা মো:-মজিবর রহমান
২০২০ সালের এপ্রিল মাসের ২০ তারিখ প্রথম পাঁচ জোড়া কবুতর দিয়ে খামার সূচনা করে
মুক্তা কবুতর খামার হিসেবে নামকরণ করেন।
বর্তমানে তার খামারে ৩০ জোড়া কবুতর রয়েছে এবং কবুতরের পাশাপাশি কোয়েল পাখি দেশি মুরগি পালন করে যাচ্ছেন,
তার এই সফলতার কারণ জানতে চাইলে তিনি বলেন,
কম্পিউটার দোকানের পাশাপাশি আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য তিনি এই পদ্ধতিটি ব্যবহার করেন,
তিনি আরো বলেন,বেকারত্ব দূর করার জন্য দেশি জাতের কবুতর দিয়ে খামার শুরু করে সফলতা অর্জন করা অধিক লাভজনক একটি মাধ্যম,
তিনি আশাবাদী তার এই উদ্যোক্তা এবং তার পরিবারিক সহযোগিতার মাধ্যমে তার খামারটি আরো অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আমাদের জানান,
তার এখানে বিভিন্ন জাতের কবুতর পাওয়া যায়।
প্রতিদিন প্রায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে তার সাথে কবিতরের বিষয়ক বিভিন্ন সেবা গ্রহণ করে থাকেন অনেক কবুতর পালন করি,
তার এই উদ্যোগে এলাকাবাসী একমত পোষণ করেছেন।