
১১ জানুয়ারি (সোমবার) বিকেল ৩টায় কর্ণফুলী নদীর
দক্ষিণপাড় নতুন ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নদীর পানিতে বস্তাবন্দি লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) , পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কর্ণফুলী থানা ও নো পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ জানান, তাৎক্ষনিক লাশের পরিচয় জানা যায়নি। এটা নৌ পুলিশের অধীনে তারপরেও বিভিন্ন সংস্থার সাথে আমাদের থানা পুলিশও কাজ করছেন।
ঘটনাস্থলে যাওয়া স্থানীয় লোকজন ও পুলিশ সুত্র জানায়, নদীর পানিতে ভাসমান লাশের শরীরের চোখ-মুখ অনেকাংশে বিকৃত হয়েছে। নদীর পাড়ে তোলা হলে কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি বাঁধা দেখা যায়। লাশের আনুমানিক বয়স ৪০/৩৫ হতে পারে।